৯৩ বছর বয়সী ঐতিহ্যবাহী রকেট স্টিমার মাহসুদের ছুটে চলা ; বিশ্বের শীর্ষস্থানীয় বৃহৎ প্যাডেল স্টিমার।
সেই ব্রিটিশ শাসনাধীন ১৯২৮ সালে কলকাতার গার্ডেন রিচ ওয়ার্কশপে তৈরী হয়েছিল মাহসুদ, যাত্রীসেবা দিয়েছে ২০২১ পর্যন্ত সুদীর্ঘ ৯৩ বছর।
প্যাডেল ঘূর্ণন সকলের মনে আলাদা আকর্ষণ তৈরী করত;রকেট স্টিমার ছিল একসময়ের নদীপথের রাজা;আভিজাত্য, নিরাপত্তার প্রতীক, বিদেশি পর্যটকদের কাছে প্রথম পছন্দ ছিল স্টিমার সার্ভিস, প্রতিবছর অসংখ্য পর্যটক আসত শুধু শতবর্ষী স্টিমারে ভ্রমন করতে।
একসময়ে নদীপথে রাজত্ব করত প্যাডেল স্টিমার গাজী, কিউই, মাহসুদ, অস্ট্রিচ, লেপচা, টার্ন এসব সহ অন্যান্য প্যাডেল স্টিমার।
প্রায় শতবছরের ইতিহাসের সাক্ষী পিএস মাহসুদ।