দুপুর ২:২৯, বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
শিরোনাম:
এক জাহাজে ৭০৩ রিকন্ডিশন গাড়ি আসল মোংলায়,,, কয়লা চুরি করতে গিয়ে জাহাজের সুকানি আটক,,, চট্টগ্রাম বন্দর ত্যাগ করা কার্গো জাহাজ আটক করলো মালয়েশিয়া,, রিমান্ড শেষে দুই আসামি আদালতে দেওয়া জবানবন্দিতে যা বললেন,,, পাথরঘাটায় ২৪ লাখ টাকার রেনু পোনাসহ আটক ৯,,, চাঁদপুরে মেঘনার চরে আটকে পড়া ২২ শিক্ষার্থীকে উদ্ধার,,, মে মাসে চট্টগ্রাম বন্দর থেকে জাহাজ যাবে মধ্যপ্রাচ্যে,,, বদলে যাচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম,,, দেশের ইতিহাসে বৃহৎ জাহাজের নোঙর মাতারবাড়ীতে,,, পাথর খালাস শেষে পায়রা বন্দর ছাড়লো ‘এমভি সোল’,,, ট্রলারে ভেসে ১০ মরদেহের পরিচয় মিলেছে,,, ১০ জেলের মরদেহ শনাক্তে হচ্ছে ডিএনএ টেস্ট,,, ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত,, দেশের বিভিন্ন জেলায় কালবৈশাখীর আভাস, নদী বন্দরে সতর্ক সংকেত,,, আগামীকাল থেকে চলবে পর্যটকবাহী জাহাজ,,, মোরেলগঞ্জে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার,,. নৌ সন্ত্রাসী খিজির আহমেদ খাজা জামিনে ছাড়া পেয়ে আবারও ভয়ংকর বেপরোয়া,,,,, চট্টগ্রাম বন্দরে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা,,,,, ‘এম,ভি সোল’ জাহাজে নতুন ইতিহাস গড়লো পায়রা বন্দর,,, বিআইডব্লিউটিসিকে মানসম্পন্ন জায়গায় যেতে হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী,,,, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে, নৌ শ্রমিকদের শুভেচ্ছা জানিয়েছেন ★আনিছ মাস্টার,,,, ৮৫ শতাংশ নৌযানের নেই লাইসেন্স, রাজস্ব বঞ্চিত সরকার,,,,, চক্ষু পরীক্ষার নামে যে নতুন পরীক্ষার পদ্ধতি চালু করেছেন কালার ভিশন, এরূপ কোন মার্কা নৌপথে নেই । আনিছ মাস্টার,,, ধর্মঘট নিষিদ্ধের বিল প্রত্যাহার করতে হবে। আনিছ মাস্টার,, বাউফলে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে নৌর‌্যালী,, নৌযান শ্রমিকদের বেতন ৬০ শতাংশ বৃদ্ধি করে গেজেট প্রকাশ,,,, সরকার বিআইডব্লিউটিসির কাছে ১ হাজার ১৪০ কোটি টাকা পাবে,, ১৪ অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে……. নৌবাহিনীর মহড়া : কুতুবদিয়া ও কর্ণফুলী চ্যানেলে বন্ধ থাকবে নৌযান,,,,, ফুটো হয়ে চট্টগ্রামের হাতিয়ার নলছিরা ঘাট পার হওয়ার পর এমবি হেমা(৩) নামের একটি জাহাজ ডুবে গেছে।

মোংলা বন্দরে ছয় মাসে বিদেশি জাহাজ এসেছে ৪৪০টি,,

৪৪০টি বিদেশী বাণিজ্যিক জাহাজ হ্যান্ডলিংয়ের মধ্যে দিয়ে ২০২২-২৩ অর্থবছরের প্রথম ছয় মাস করলো মোংলা বন্দর। চলতি অর্থবছরে বন্দর কর্তৃপক্ষের টার্গেট অনুযায়ী ১৫০০ জাহাজ আগমনের কথা থাকলেও গত ২ বছরের তুলনায় এ বন্দরে বাণিজ্যিক জাহাজের আগমন কিছুটা কমেছে।

১১ মাস ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বিশ্বে অর্থনৈতিক মন্দায় ডলার সংকটে বিশ্বের বিভিন্ন দেশের আমদানি-রপ্তানিতে দেখা দিয়েছে স্থবিরতা। যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। ডলার সংকটে আমদানি রপ্তানি কমে যাওয়ায় দেশের দুই বন্দরে জাহাজ আগমনের হার কিছুটা কমেছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, পদ্মা সেতু চালুর পর মোংলা বন্দর দিয়ে বিদেশে পণ্য রপ্তানি শুরু হয়েছে যা পর্যায়ক্রমে বাড়বে। পরিবহন খরচ ও সময় সাশ্রয় হওয়ায় মোংলা বন্দরের উপর চাপ বেড়েছে।
তবে করোনা সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে ডলার সংকট এবং অর্থনৈতিক মন্দার কারনে বিশ্বের সমুদ্র অর্থনীতিতে এক ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। এতে করে চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরে জাহাজ আগমনের সংখ্যা কিছুটা কমেছে। তবে এ সংকট বেশিদিন থাকবেনা বলে জানান বন্দর কর্তৃপক্ষ।
২০২১-২২ অর্থবছরে মোংলা বন্দরে কার্গো হ্যান্ডলিং সক্ষমতা ছিল ১কোটি ১৩ লাখ ৯২ হাজার মেট্রিকটন, কন্টেইনার হ্যান্ডলিং ৩২ হাজার ২৬৯ টিইউজ, বাণিজ্যিক জাহাজ আগমনের সংখ্যা ছিল ৮৯৬টি এবং এ বন্দর দিয়ে রিকন্ডিশ গাড়ি আমদানি করা হয়েছে ২১ হাজার ৪৮৪টি। অথচ ২০১৯-২০ অর্থবছরে সারাবিশ্ব যখন করোনার থাবায় বিপর্যস্ত সে বছরেই এ বন্দরে ৯৭০টি জাহাজ নোঙর করেছিল। বন্দরটি লোকসান কাটিয়ে লাভের ধারায় ফিরে এসেছে। পশুর নদীর আউটারবারে ড্রেজিং করার ফলে হারবাড়িয়া পর্যন্ত সাড়ে ৯ মিটার ড্রাফটের জাহাজ আসতে পারে। ইনারবারে ড্রেজিং কার্যক্রম চলছে, যাতে বন্দর জেটিতে সাড়ে ৯ মিটার ড্রাফটের জাহাজ আসতে পারে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকল্প ও উন্নয়ন) মো. ইমতিয়াজ হোসেন জানান, বন্দরের উন্নয়নে সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প “আপগ্রেডেশন অব মোংলা পোর্ট” বাস্তবায়নে গত বছরের ২৬ ডিসেম্বর ভারতের একটি প্রাইভেট কোম্পানীর সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ১৪ কোটি টাকা।

সাড়ে ৪ বছর মেয়াদী এই উন্নয়ন প্রকল্পটির কাজ সম্পন্ন হলে মোংলা বন্দর অনন্য উচ্চতায় চলে যাবে। ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। মাল্টিমোডাল কানেক্টিভিটির মাধ্যমে মোংলা বন্দর এগিয়ে যাবে।

তিনি আরো বলেন, ‘আপগ্রেডেশন অব মোংলা পোর্ট’ প্রকল্পের মধ্যে রয়েছে কন্টেইনার টার্মিনাল নির্মাণ, কন্টেইনার হ্যান্ডেলিং ইয়ার্ড নির্মাণ, কন্টেইনার ডেলিভারি ইয়ার্ড নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থাসহ সংরক্ষিত এলাকা সম্প্রসারণ, সার্ভিস ভেসেল জেটি নির্মাণ, ৮টি জলযান সংগ্রহ, বন্দর আবাসিক কমপ্লেক্স এবং কমিউনিটি সুবিধা নির্মাণ, বন্দর ভবন এবং মেকানিকেল ওয়ার্কশপ সম্প্রসারণ, স্লিপওয়ে এবং যন্ত্রপাতিসহ মেরিন ওয়ার্কশপ কমপ্লেক্স নির্মাণ, দিগরাজে রেলক্রসিং ওভারপাস নির্মাণ, মোংলা বন্দরের বিদ্যমান সড়ক ৬ লেনে সম্প্রসারণ, বহুতল কার ইয়ার্ড নির্মাণ ইত্যাদি।

প্রকল্পটি সম্পন্ন হলে মোংলা বন্দর বছরে ১৮০০টি জাহাজ, এক কোটি ৫০ লাখ মেট্রিক টন কার্গো, চার লাখ টিইউজ কন্টেইনার, ৩০ হাজার গাড়ি হ্যান্ডলিং করতে পারবে। মোংলা বন্দরের বার্ষিক আয় ১৫০ কোটি টাকা এবং কাস্টমস ও অন্যান্য সংস্থার আয় ৩ হাজার কোটি টাকা বাড়বে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য