সব
সংরক্ষিত –
চরপাড়া ঘাট তুমি নৌযান নাবিকদের উপর অনেক অত্যাচার এবং জুলুম করেছো, তাই তোমাকে সকল নাবিকরা বয়কট করেছে। তুমি ভেবেছিলে ওখানে শুধু তোমার রাজত্ব চলবে, কিন্তু তা তোমার ভুল ধারণা ছিলো। নাবিকরা এখনো ঐক্যবদ্ধতা আছে, সুতরাং তোমার জুলুম নির্যাতনের দিন এখন শেষ।
এই পযর্ন্ত যারা নৌযান নাবিকদের উপর অত্যার এবং জুলুম করেছে তারা ঐ অবস্থানে টিকে থাকতে পারেনি আর পারবেওনা। নাবিকদের সঙ্গ পাওয়াতে তোমাদের কতটা উন্নতি হয়েছে তা তোমরা বুঝছো। আর নাবিকদের সঙ্গ না পাওয়াতে তোমাদের কি হয়েছে, তা যারা হারিছে তারা বুঝতেছে। তাই সকল অত্যাচারি-জুলুমকারীরা সাবধান হও, নাহলে তোমাদের অবস্থাও এমন হবে।
ধন্যবাদ সকল নৌযান নাবিকদেরকে চরপাড়া ঘাট ত্যাগ করার জন্য।
মন্তব্য