সেলিমবাজার লাল বয়াটি বর্তমান মিড চ্যানেলে অবস্থান করায় বিপাকে পরেছে প্রতিটি জাহাজ।
বরাবর
নৌট্রাফিক ও ব্যাবস্থাপনা বিভাগ
বিআইডব্লিউটিএ।
সেলিমবাজার লাল বয়াটি বর্তমান মিড চ্যানেলে অবস্থান করায় বিপাকে পরেছে প্রতিটি জাহাজ। এমনিতেই ওখানে চ্যানেল সীমিত তার উপর মেইন চ্যানেলে বয়া,,, এবং পানির আড়াআড়ি প্রেসার হওয়ায় ওই যায়গা পাস করার সময় প্রতিটা জাহাজের বিপদ হওয়ার আশংকা অনেক বেড়েনযায়। এবং উপরের অংশ ভাংগা ও বাতি নেই। নাব্যতা কিছু পরিবর্তন হয়ে আপে হাতের বামে সরে গেছে। বয়ার উপরের অংশ না থাকায় রাতে বয়াটি খুজেবের করাও মুশকিল।তাই দ্রুত বয়াটি না সরালে যে কোন সময় নৌযান দুর্ঘটনা ঘটতে পারে।তাই অতি দ্রুত সময়ে এ বয়ার স্থানান্তর করার জোর দাবি জানাচ্ছি।।
নিবেদক
মোঃ আনিছুর রহমান মাস্টার
সাধারন সম্পাদক
বাংলাদেশ বাল্কহেড ট্রলার ( নৌযান)শ্রমিক ইউনিয়ন।
মন্তব্য