শারীরিক মানসিক ও আর্থিক সংকটে ভুগছেন চট্টগ্রামে চলাচলকারী নৌ শ্রমিকরা।

১)যেখানে শ্রমিকরা দিনে দুইবার কিনারে নামার সুযোগ পেতো এখন একবারও নামতে পারছে না সপ্তাহে এর কারনে শ্রমিকদের শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত।
২) প্রতিনিয়ত নৌ শ্রমিকরা জাহাজে বসে থাকার কারণে মানসিক সমস্যা বেড়েই চলছে শ্রমিকদের। সেই সাথে নিজেদের মধ্যে আন্তরিকতার ঘাটতি বাড়ছে আমি মনে করি।
৩) যেখান তেলের দাম বৃদ্ধি হয়ে ৬৫ টাকা থেকে ১১৪ টাকায় পৌছাইছে, যেখানে নৌকা ভাড়া ১০টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭২০৳ সাতশত বিশ টাকায় ও ইত্যাদি।

স্বাস্থ্য ভালো রাখার জন্য যেমন প্রতিদিন হাঁটার প্রয়োজন।

সবাইকে সুখে রাখার জন্য তেমন টাকা প্রয়োজন।

তেমনি জাহাজ চালানোর জন্য মানসিক শান্তি প্রয়োজন।
উদ্দেশ্য চরপাড়া সংকট ও বেতন বৃদ্ধি….?
মন্তব্য