দুপুর ২:১৪, বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
শিরোনাম:
এক জাহাজে ৭০৩ রিকন্ডিশন গাড়ি আসল মোংলায়,,, কয়লা চুরি করতে গিয়ে জাহাজের সুকানি আটক,,, চট্টগ্রাম বন্দর ত্যাগ করা কার্গো জাহাজ আটক করলো মালয়েশিয়া,, রিমান্ড শেষে দুই আসামি আদালতে দেওয়া জবানবন্দিতে যা বললেন,,, পাথরঘাটায় ২৪ লাখ টাকার রেনু পোনাসহ আটক ৯,,, চাঁদপুরে মেঘনার চরে আটকে পড়া ২২ শিক্ষার্থীকে উদ্ধার,,, মে মাসে চট্টগ্রাম বন্দর থেকে জাহাজ যাবে মধ্যপ্রাচ্যে,,, বদলে যাচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম,,, দেশের ইতিহাসে বৃহৎ জাহাজের নোঙর মাতারবাড়ীতে,,, পাথর খালাস শেষে পায়রা বন্দর ছাড়লো ‘এমভি সোল’,,, ট্রলারে ভেসে ১০ মরদেহের পরিচয় মিলেছে,,, ১০ জেলের মরদেহ শনাক্তে হচ্ছে ডিএনএ টেস্ট,,, ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত,, দেশের বিভিন্ন জেলায় কালবৈশাখীর আভাস, নদী বন্দরে সতর্ক সংকেত,,, আগামীকাল থেকে চলবে পর্যটকবাহী জাহাজ,,, মোরেলগঞ্জে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার,,. নৌ সন্ত্রাসী খিজির আহমেদ খাজা জামিনে ছাড়া পেয়ে আবারও ভয়ংকর বেপরোয়া,,,,, চট্টগ্রাম বন্দরে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা,,,,, ‘এম,ভি সোল’ জাহাজে নতুন ইতিহাস গড়লো পায়রা বন্দর,,, বিআইডব্লিউটিসিকে মানসম্পন্ন জায়গায় যেতে হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী,,,, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে, নৌ শ্রমিকদের শুভেচ্ছা জানিয়েছেন ★আনিছ মাস্টার,,,, ৮৫ শতাংশ নৌযানের নেই লাইসেন্স, রাজস্ব বঞ্চিত সরকার,,,,, চক্ষু পরীক্ষার নামে যে নতুন পরীক্ষার পদ্ধতি চালু করেছেন কালার ভিশন, এরূপ কোন মার্কা নৌপথে নেই । আনিছ মাস্টার,,, ধর্মঘট নিষিদ্ধের বিল প্রত্যাহার করতে হবে। আনিছ মাস্টার,, বাউফলে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে নৌর‌্যালী,, নৌযান শ্রমিকদের বেতন ৬০ শতাংশ বৃদ্ধি করে গেজেট প্রকাশ,,,, সরকার বিআইডব্লিউটিসির কাছে ১ হাজার ১৪০ কোটি টাকা পাবে,, ১৪ অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে……. নৌবাহিনীর মহড়া : কুতুবদিয়া ও কর্ণফুলী চ্যানেলে বন্ধ থাকবে নৌযান,,,,, ফুটো হয়ে চট্টগ্রামের হাতিয়ার নলছিরা ঘাট পার হওয়ার পর এমবি হেমা(৩) নামের একটি জাহাজ ডুবে গেছে।

লোক দেখানো ড্রেজিং প্রকল্প দক্ষিণ অঞ্চলে,,,

মেরিন নিউজ ২৪ ডেস্ক।। আপডেটঃ রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২, ১২:৪৭ এএম 118 বার পড়া হয়েছে

নাব্য সংকট রোধে দক্ষিণাঞ্চলের বিভিন্ন নদীর ৪৭টি পয়েন্টে চলতি মাসের শুরুতে খনন শুরু করেছে ড্রেজিং বিভাগ। ইতোমধ্যে বরিশাল নৌবন্দরে এ কার্যক্রম চলমান। কিন্তু বরিশাল-ঢাকাসহ এ অঞ্চলের নদীগুলোতে নাব্যতা ফেরাতে যে ধরনের টেকসই ড্রেজিং করা দরকার তার ধারে কাছেও যাচ্ছে না সংশ্লিষ্টরা। অনেকটা লোক দেখানো ড্রেজিং চলছে বিভিন্ন পয়েন্টে। এবার খননের জন্য ব্যয় ধরা হয়েছে ১২ কোটি টাকা। অবশ্য নৌযান শ্রমিক ও মাস্টাররা নদীর বালু নদীতে ফেলায় এই খননকে অর্থের অপচয় বলে দাবি করেছেন।

বরিশাল নৌবন্দরের কীর্তনখোলা নদীতে টানা ১০ দিন ধরে ড্রেজিং চলছে। পাইপ দিয়ে সেই বালু ফেলা হচ্ছে নদীর মধ্যে।

আশপাশের একাধিক লঞ্চের স্টাফ জানায়, ধীর গতিতে চলছে খনন। এরই মধ্যে যন্ত্রাংশ ভেঙে যাওয়ায় ক’দিন বন্ধও ছিল। কিন্তু কি পরিমাণ খনন হচ্ছে তো বোঝার উপায় নেই।

পারাবাত লঞ্চের মাস্টার শামীম আহমেদ বলেন, তাদের প্রস্তাব অনুযায়ী ঢাকা-বরিশাল রুটের ৪টি স্পটে এখনও খনন শুরু হয়নি। বিশেষ করে বরিশাল নৌবন্দরে বিকল্প পন্টুনের ব্যাবস্থা না করে খনন করায় লঞ্চ ভেড়াতে বেগ পেতে হচ্ছে। কথা ছিল খনন চলাকালীন সকল লঞ্চ বন্দর থেকে সরিয়ে বিকল্প পন্টুনে রাখবো। এখানে একদিকে যেমন খনন গভীরে করা হচ্ছে না। অপরদিকে নদীর মধ্যেই বালু ফেলা হচ্ছে।

সুন্দরবন লঞ্চের মাস্টার মজিবর বলেন, টেকসই ড্রেজিং করার জন্য বন্দর সংলগ্ন কীর্তণখোলা নদীর অন্তত ২০ ফিট গভীরে খনন দরকার। কারণ হিসেবে তিনি জানান, ঢাকা-বরিশাল বড় লঞ্চে কমপক্ষে ১৬ ফিট পানি দরকার। কিন্তু এবারও তারা বন্দরে ১৫ ফুটের বেশি গভীরে খনন করবে না। এভাবে যেনযেতন খনন করে প্রতিবছরই ড্রেজিং বিভাগ অর্থের অপচয় করেছে।সঠিকভাবে সার্ভে না করায় ড্রেজিং এর সুফল পাওয়া যাচ্ছে না। প্রতিবছর যে ড্রেজিং হয় তা বোঝার উপায় নেই। যে কারণে এবছর শুস্ক মৌসুম আসার আগেই ঢাকা-বরিশাল রুটের অন্তত ৪টি স্পটে নাব্য সংকট দেখা দিয়েছে। মেহেন্দীগঞ্জ, ভোলায় নাব্য সংকটে লঞ্চ ভেড়ানো যায় না। অথচ এ বছরও কোটি কোটি টাকায় যে ড্রেজিং চলছে তা পরিকল্পনার অভাবে গচ্ছা যাবে।

এ ব্যাপারে বিআইডব্লিউটিএ’র ড্রেজিং বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিজানুর রহমান ভুইয়া সাংবাদিকদের বলেন, দক্ষিণাঞ্চলে নাব্য সংকট দেখা দেয়া বিভিন্ন নদীর ৪৭টি পয়েন্টে খনন শুরু করেছেন। প্রায় ৩০ লাখ ঘনমিটার বালু উত্তোলনে ব্যয় হবে ১২ কোটি টাকা। তিনি বলেন, বর্তমানে যে ব্যবস্থা আছে সেই উপায়েই তারা খনন করছেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

Mahadi Hasan Sumon

আপলোডকারীর সব সংবাদ