সব
বাগেরহাটের মোরেলগঞ্জে জুয়েল মাতুব্বর (২৬) নামে এক যুবক নদীতে নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পরে তার লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা ১টার দিকে পানগুছি নদীতে তল্লাশি চালিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তার লাশ উদ্ধার করে। জুয়েলের মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে।
বাদনীভাঙ্গা গ্রামের আলকাজ মাতুব্বরের ছেলে জুয়েল মাতুব্বর গতকাল শুক্রবার নগদ টাকায় একটি ড্রেজার থেকে বালু আনলোডের জন্য পাইপ বসানোর কাজেগিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয়েছিল। তার স্ত্রী ও ২ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, জুয়েল মাতুব্বর কি কারণে নদীতে ডুবে নিখোঁজ হয়েছিল তা এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে। আপাতত অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পরে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মন্তব্য