সব
মোড়েলগন্জ থানাধীন ৯ নং ওয়ার্ডে আবারও ডাকাতি। ৯ নং ওয়ার্ডে মরহুম মনির খানের বাড়ি ডাকাতি হয়। অদ্য রাত আনুমানিক ২/৩ টার সময় এই ঘটনা ঘটে। নগদ তিণ লক্ষ টাকা সহ স্বর্ন ৪ বরি এবং বিভিন্ন আসবাব পএ লুটপাট করে। ঐ বাড়িতে তার স্ত্রী মোসম্মৎ সাফিয়া বেগম বসবাস করতেন। অএ গ্রামে বিগত দিন যাবৎ চুরি, ডাকাতি সহ বিভিন্ন অপকর্মের স্বীকার হচ্ছে গ্রাম বাসী। উক্ত এলাকার একাধিক চলমান চুরি, ডাকাতি, ছিনতাইকারী মামলার প্রধান আসামীদের বসবাস। উক্ত বিষয়ে ৯ নং- ওয়ার্ডের বর্তমান মেম্বার মোঃ দুলাল অবগত আছেন। এই ডাকাত দলকে ধরিয়ে দেওয়ার চরম উদ্দীপনা গ্রামবাসীদের মনে। উপরোক্ত বিষয়ের উপর তদন্ত চলছে।
মন্তব্য