সব
মোংলা বন্দরে বিদেশী জাহাজ থেকে পাচার করে আনা ৫০০ লিটার ডিজেলসহ দুই চোরাকারবারিকে আটক করেছে মোংলা থানা পুলিশ। ২৯ অক্টোবর শনিবার গভীর রাতে মোংলা বন্দরের হারবারিয়া সংলগ্ন জয়মনিরঘোল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ অক্টোবর গভীর রাতে জয়মনির ঘোল এলাকায় অভিযান চালায় মোংলা থানার এসআই মো. রইচ উদ্দিনের নেতৃত্বে এক দল পুলিশ। এসময় তাদের উপস্থিতি বুঝতে পেরে ডিজেল ভর্তি জালিবোট ফেলে দৌঁড়ে পালানোর সময় ধাওয়া করে মৃত হায়দার জোমাদ্দারের ছেলে মোঃ রাসেল জোমাদ্দার (২৭) ও মোঃ রব্বান খাঁনের ছেলে মোঃ ইউনুছ খানঁ (৩২) কে আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা আরো ২/৩ জন দৌঁড়ে পালিয়ে যায় বলে জানায় পুলিশ। আটককৃতদের বাড়ি মোংলা পোর্ট পৌরসভার শেহালাবুনিয়ার বটতলা ও জয়বাংলা সড়কে।
মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, একটি ফাইবারের তৈরী জালি বোটে তল্লাশী চালিয়ে বেশ কয়েকটি ড্রাম ভর্তি চোরাই ডিজেল উদ্ধার করা হয়েছে। পরে পুলিশ বাদী হয়ে আটককৃত দুই চোরাকারবারিসহ আরো অজ্ঞতনামা ২/৩ জনকে আসামী করে মামলা দায়ের করে। ৩০ অক্টোবর রবিবার দুপুরে আটক দুই চোরাকারবারিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য