সব
মেহেন্দিগঞ্জে পুলিশের হাতে
৪ ডাকাত আটক,
এরা হলেন
১. অহিদ দেওয়ান
পিতা মৃত কালাম দেওয়ান
সাং দরিচার খাজুরিয়া ইউনিয়ন।
২ জলিল দেওয়ান
পিতা আব্দুর রব দেওয়ান
সাং দরিচার খাজুরিয়া।
৩. হাশেম দেওয়ান
পিতা আব্দুল দেওয়ান
সাং দরিচার খাজুরিয়া।
৪ রিয়াজ দেওয়ান
পিতা জাহাঙ্গীর দেওয়ান
সাং দরিচার খাজুরিয়া।।
মেহেন্দীগঞ্জ একটি দ্বীপ এলাকা। এখানকার মানুষরা অতি সহজ সরল মনের। এই সুযোগে বহিরা গত কিছু লোকজনের কুমন্ত্রনায় নদীর পাড় এলাকার মানুষদের লোভে ফেলে কিছু খারাপ কাজ করাতে উৎসাহ দিচ্ছে।
আমি এই অপরাধিদের সাথে যারা তাদের এই অভৈধ কাজে উৎসাহি করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্তা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।।
অনুরোধ ক্রমে
মোঃ আনিছুর রহমান (মাস্টার)
ভাইস চেয়ারম্যান
বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক}
কেন্দ্রীয় কমিটি।।মোবাইল[ 01945244776
মন্তব্য