সব
মুন্সীগঞ্জের মুক্তারপুর এলাকার শাহ সিমেন্ট ফ্যাক্টরিতে ক্রেনের ধাক্কায় মো. আজিম (৩০) নামের এক জাহাজ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজিম নূর সাকিয়া-১ নামে একটি জাহাজের ইঞ্জিন চালাতো। তিনি নড়াইলের কড়াবাড়িয়া গ্রামের মো. রজব শিকদারের ছেলে।
বৃহস্পতিবার জেলা শহরের উপকণ্ঠ মুক্তারপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নূর সাকিয়া-১ জাহাজের মাস্টার মো. ফারুক জানান, মুক্তারপুর এলাকার শীতলক্ষ্যা নদীতে শাহ সিমেন্ট ফ্যাক্টরির ক্রেনের মাধ্যমে নূর সাকিয়া-১ নামের এক জাহাজ থেকে ক্লিংকার নামানো হচ্ছিল।
এ সময় আকস্মিক জাহাজের গ্রিজার তথা ইঞ্জিন অপারেটর আজিমের মাথায় ক্রেনের ধাক্কা লাগে। তাৎক্ষণিকভাবে সিমেন্ট ফ্যাক্টরি কর্তৃপক্ষ তাকে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই শ্রমিককে মৃত ঘোষণা করেন।
মুক্তারপুর নৌ-ফাঁড়ির এসআই রিয়াজুল ইসলাম জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। তবে তার আগেই ওই শ্রমিককে কারখানা কর্তৃপক্ষের লোকজন নারায়ণগঞ্জের একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়েছে।’
এ সময় পুলিশের ওই এসআই দাবি করেন, শাহ সিমেন্ট ফ্যাক্টরি থেকে দুর্ঘটনার কথা জানানো হয়নি পুলিশকে।
মন্তব্য