সব
শরীয়তপুরের জাজিরা উপজেলায় মা ইলিশ রক্ষা অভিযান চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান সোহেলের নেতৃত্বাধীন টিমের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে নৌ-পুলিশ। পরে পদ্মা সেতু দক্ষিণ থানা-পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
শনিবার (৮ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১০টার দিকে উপজেলার পাইনপাড়া এলাকার মাঝ পদ্মায় এ হামলার ঘটনা ঘটে। এসময় আটক ১০ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
জাজিরা উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, শনিবার দুইটি স্পিড বোট ও একটি ট্রলারে উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশার, উপজেলা কৃষি কর্মকর্তা জামাল হোসাইন ও মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির বেশ কয়েকজন পুলিশ সদস্যকে নিয়ে পদ্মা নদীতে অভিযানে নামেন ইউএনও কামরুল হাসান সোহেল। এ সময় একটি ট্রলার ও দুই লাখ মিটার জাল জব্দ ও ১০ জেলেকে আটক করা হয়। আটককৃতরা হলেন, দ্বীন ইসলাম (৪২), শানোয়ার (২০), রিয়াদ (২২), আক্কাস মালত (৪০), মোক্তার মিয়া (২০), রাজিব মিয়া (২৮), শাকিল (১৯), মনির হোসেন (২৬), সুজাত ফকির (২০) ও বাবুল ফকির (৪০)। তাঁদের মধ্যে ৯ জনকে এক মাসের ও একজনকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মন্তব্য