সব
আজ ২১/০২/২০২৩ ইং তারিখ, সকাল বেলা ঘন কুয়াশার সময় পাগলা কোষ্টগার্ড ষ্টেশনের পাশে কিছু বাল্কহেড নৌযান অবস্থান করে। অবস্থান করার ২০ মিনিট পর ঘন কুয়াশার সময় পাগলা ষ্টেশন কোষ্টগার্ড অবস্থানরত নৌযানে কাগজ পএ দেখতে আসে, ঐ মহূর্তে প্রতিটি বাল্কহেড শ্রমিকদের মারধর ও শারীরিক ভাবে লাঞ্চিত করে, সুকানীদের লোড় বাল্কহেড থেকে কোষ্টগার্ড অফিসে ধরে নিয়ে আসে।সকাল থেকে সন্ধ্যা অতিবাহিত হলেও তাদেরকে ছাড়া হচ্ছে না এবং নৌ শ্রমিকদের কোন চিকিৎসার ব্যবস্থা করা হয় নাই।
বর্তমানে এম, বি মেজাবে রহমত/ এম, বি লামিয়া আলভী/ এম, বি আব্দুল্লাহ এই তিনটি বাল্কহেডের নৌ শ্রমিকদের গুরুতর ভাবে মারধর করে।
এই বিষয়ে বাংলাদেশের সকল অঞ্চলের কর্মরত নৌ শ্রমিকরা তিব্র নিন্দা প্রকাশ করেছে। নৌ শ্রমিকের দাবী এটা কোন মেরিন আইন।
বিস্তারিত তথ্য সংগ্রহ চলছে,,,,,
মন্তব্য