সব
বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি: ‘করলে জাটকা সংরক্ষণ,বাড়বে ইলিশের উৎপাদন’এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০৩ইং পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার বেলা ১১ টায় ধূলিয়া নদীতে নৌর্যালী অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি ধূলিয়া এন.কে সরকারী প্রাথমিক বিদ্যালয় নদীর ঘাট থেকে শুরু হয়ে ধূলিয়া লঞ্চঘাট পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার নৌপথ ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়।
স্পীড বোট নিয়ে নৌর্যালী উপভোগ করেন উপজেলা নির্বাহী অফিসার মো.আল আমিন, পটুয়াখালী জেলা মৎস কর্মকর্তা এস.এম আজহারুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোসারেফ হোসেন খান, বিআরডিবি’র চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. সামছুল আলম মিয়া, ধুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো,হুমায়ুন কবির,সাবেক চেয়ারম্যান মো.জহির উদ্দিন বাবর ও সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা মো. মাহাবুব আলম তালুকদার(ঝান্টা)।
নৌর্যালীতে নাজিরপুর,কেশবপুর ও ধূলিয়া ইউনিয়নের মৎসজীবি সমিতির ১৫ টি ট্রলার অংশ নেয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মো.আল আমিনের সভাপতিত্বে ধূলিয়া এন.কে সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজনে ছিল সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তার দপ্তর।
মন্তব্য