রাত ২:১০, রবিবার, ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
শিরোনাম:
গ্যাস, কাচামালের সংকট: চ্যালেঞ্জের মুখে জাহাজ নির্মাণ শিল্প,,,,, চট্টগ্রাম বন্দরে ভেড়ানো যাচ্ছে না ২০০ মিটার দৈর্ঘ্যের জাহাজ,,,, বানিসান্তা বাজার অনির্দিষ্টকালের জন্য বয়কট করা হলো,,,,, আন্দোলন ঈদ পর্যন্ত স্থগিত, নৌ চলাচল স্বাভাবিক থাকবে,,,,,, পূর্ব নোটিশ ছাড়াই তাসরিফ সিরিজের সব লঞ্চের রুট পারমিট স্থগিত! টানা ৭ মাস ছোট নৌযান চলাচল বন্ধ: নিষেধাজ্ঞা উপেক্ষিত…. বাগেরহাটে খালে পড়ে ড্রেজার শ্রমিক নিখোঁজ,,,, ১০ অঞ্চলে ঝড়ের আভাস, নৌ হুঁশিয়ারি সংকেত পণ্য পরিবহনে বিআইডব্লিউটিসির নৌযানের কোটা সংরক্ষণের সুপারিশ,,,,, মির্জাগঞ্জে জাহাজ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার,,, মোংলা বন্দরে ভিড়েছে রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের পণ্য বহনকারী বাংলাদেশি জাহাজ ‘এমভি অপরাজিতা’। নৌযান শ্রমিকের বেতন আদায় করে দিলেন আনিছ মাষ্টার WTC এর নামে নৌ পথে মালিক সমিতির কয়েকটি চেকিং পোস্ট করেছে। ইরানের যুদ্ধজাহাজ ভেড়ার অনুমতি, ব্রাজিলকে সতর্ক করল ইসরায়েল… সন্দ্বীপ চ্যানেলে বালু উত্তোলন, কর্ণফুলীর মোহনায় নেতিবাচক প্রভাবের শঙ্কা নৌযান শ্রমিকদের মূল বেতন ৬০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক : নুরুল হক (ভিডিও) অস্থিতিশীল হয়ে ওঠার আশঙ্কা বেতন-ভাতা ও মজুরি নিয়ে মালিক-শ্রমিক দ্বন্দ্ব, মাস্টারশিপ পরীক্ষায় বড় অনিয়ম ও দুর্নীতি……. দূষণ রুখতে ডুবে যাওয়া বাংলাদেশি জাহাজ থেকে সরানো হচ্ছে ছাই,,,, লোহা পানিতে ডুবে যায়। কিন্তু লোহার তৈরি জাহাজ পানিতে ভাসে কেন? মার্কিন নিষেধাজ্ঞায় থাকা জাহাজ মোংলা বন্দর এসে পৌছেছে,, কোনোভাবেই বন্ধ হচ্ছে না চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ও কর্ণফুলী নদীতে থাকা জাহাজ থেকে তেল চুরি। মোংলায় পর্যটকবাহী বোট ডুবি, ১৩ দর্শণার্থী জীবিত উদ্ধার, বুড়িগঙ্গা নদীর সীমানাধনী পাগলা ষ্টেশন কোষ্টগার্ড কতৃক বাল্কহেড নৌ শ্রমিক নির্যাতন। যে পাঁচটি দেশের সঙ্গে জাহাজ যোগাযোগ নেই বাংলাদেশের আবারও কর্মবিরতিতে যাওয়ার হুঁশিয়ারি নৌযান শ্রমিকদের সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ৮৪ ভোটে বিজয়ী হলেন কাউসার আহম্মেদ পলাশ,,, দুর্ঘটনা মুক্ত নৌপথ গড়তে নৌযানগুলোর ফিটনেস ও চালকদের যোগ্যতা সনদ যাচাই করতে, নদীতে মেরিন কোর্ট বসে। ‘চালকের ভুলে’ ৫০০ টন সার নিয়ে ডুবেছে জাহাজটি বাগেরহাট জেলার,, মোড়েলগন্জ থানাধীন ৯ নং ওয়ার্ডে আবারও ডাকতী,,,

বঙ্গোপসাগর ‘ইজারা’, কোটি টাকার বাণিজ্য

মেরিন নিউজ ২৪ ডেস্ক।। আপডেটঃ সোমবার, ১৭ অক্টোবর, ২০২২, ৪:৫৬ এএম 82 বার পড়া হয়েছে

জাল যার, সাগরের মাছ তার’—বঙ্গোপসাগরে মাছ ধরার ক্ষেত্রে বছরের পর বছর এমন রীতেই চলে আসছে। তবে গত কয়েক বছর ধরে এই রীতির পরিবর্তন ঘটেছে। এখন বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে মাছ ধরতে হলে ক্ষমতাশীন দলের নেতাকর্মীদের মোটা অংকের চাঁদা দিতে হয়। পটুয়াখালী-৪ (কলাপাড়া ও রাঙ্গাবালী) আসনের সদস্য সদস্য (এমপি) মুহিবুর রহমান মুহিবের বিরুদ্ধে এমন রীতি প্রচলনের অভিযোগ উঠেছে। তবে এমপি মুহিব এ বিষয়ে তার সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন।

সম্প্রতি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর হেয়ারে গিয়ে দেখা যায়, একদল জেলে জাল ফেলে মাছ শিকার করছেন। সেখানেই কথা হয় তাদের সঙ্গে।

জাল যার, সাগরের মাছ তার’—বঙ্গোপসাগরে মাছ ধরার ক্ষেত্রে বছরের পর বছর এমন রীতেই চলে আসছে। তবে গত কয়েক বছর ধরে এই রীতির পরিবর্তন ঘটেছে। এখন বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে মাছ ধরতে হলে ক্ষমতাশীন দলের নেতাকর্মীদের মোটা অংকের চাঁদা দিতে হয়। পটুয়াখালী-৪ (কলাপাড়া ও রাঙ্গাবালী) আসনের সদস্য সদস্য (এমপি) মুহিবুর রহমান মুহিবের বিরুদ্ধে এমন রীতি প্রচলনের অভিযোগ উঠেছে। তবে এমপি মুহিব এ বিষয়ে তার সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন।

সম্প্রতি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর হেয়ারে গিয়ে দেখা যায়, একদল জেলে জাল ফেলে মাছ শিকার করছেন। সেখানেই কথা হয় তাদের সঙ্গে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন জেলে জাগো নিউজকে বলেন, ‘এমপিরা বিড (ইজারা) দেয়। যে বিড রাইখ্যা আনে হেরতোন আমাগো রাইখ্যা জাল পাততে হয়। এবার আমাগো ৯০ হাজার টাকা দিতে হয়েছে। এবার আমাগো দেশি লোকেই বিড নিছে।’

কে বিড নিয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘শাহাজুল মীর। তার বাড়ি খালগোড়া। আর শাহাজুল মীর বিড আনছে বাবু তালুকদারের থেকে।’

বাবু তালুকদার কে, এমন প্রশ্নে এই জেলে বলেন, ‘বাবু তালুকদার টিপু তালুকদারের ছেলে। বাবু তালুকদার আনছে এমপি মুহিব মিয়ার কাছ থেকে।’

এই চরে মাছ ধরা আরেকজন জেলে বলেন, ‘আমরা তো জানি না উপর দিয়ে ডাক হয়। আমগো তো হেগো থেকে রাইখা মাছ ধরতে হয়।’

কত দিতে হয়, এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা তো জানি না। আমরা তো মাছ ধরি। খুডাপ্রতি পাঁচ হাজার টাকা দেই। এবার ডাক আনছে শাহাজুল মীর।’

নাম প্রকাশ না করার শর্তে এক জেলে জাগো নিউজকে বলেন, ‘আমরা সাগরে মাছ ধরি। গলাসমান পানিতে মাছ ধরতে হয়। সাগরে মাছ ধরলেও আমরা কিনারে জাল পাশাই (ফেলি)। হেই লইগ্যা আমাগে টাহা দেওয়া লাগে। এমন দিনও আছে যেদিন তেল খরচ বাদ দিয়া কিছুই পাই না। তয় টাহা না দেয়া লাগলে আমাগো লইগ্যা ভালো হইতো।’

খোঁজ নিয়ে জানা গেছে, শুধু চর হেয়ার (কলাগাছিয়া) নয়, বঙ্গোপসাগরে জেগে ওঠা চরগুলোতেই এমন ইজারা কিংবা বিড দেওয়ার প্রচলন শুরু হয়েছে। সোনারচর, চর মন্তাজ, মেসের চর, জাহাজমারার চর, তুফানিয়া চরসহ উপকূলীয় এলাকার চরগুলো এবং এর আশপাশের সমুদ্র সৈকতে মাছ শিকারে জেলেদের নিয়মিতভাবে চাঁদা দিতে হচ্ছে।

জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, চর ইজারার মাধ্যমে এই এলাকায় প্রতি বছর কয়েক কোটি টাকা লেনদেন হয়। তৃণমূল পর্যায়ে ক্ষমতাসীন দলের নেতারা জেলেদের কাছ থেকে টাকা তুললেও রাঙ্গাবালী উপজেলায় যেসব চর ও বনের মধ্যে খালে মাছ ধরা হয়, সেগুলোতে মাছ শিকারের জন্য যে ইজারা কিংবা বিড প্রথা রয়েছে তা নিয়ন্ত্রণ করেন এমপির কাছের মানুষ হিসেবে পরিচিত রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাঙ্গাবালী ইউনিয়ন চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন।

এ বিষয়ে অভিযুক্ত বাবু তালুকদারের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি চর ইজারা নেওয়া কিংবা জেলেদের কাছ থেকে টাকা নেওয়ার বিষটি অস্বীকার করেন।

রাঙ্গাবালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুজ্জামান মামুনের কাছে এ বিষয়ে সরাসরি ক্যামেরার সামনে জানতে চাইলে তিনি প্রথমে দৌড়ে স্থান ত্যাগ করার চেষ্টা করেন। পরে তিনি বলেন, ‘আমি ওইয়ার মধ্যে নেই। আমি টাকা নেই না, আমি জানি না। আমরা কোনো চর ইজারা দেই না । জননেত্রী শেখ হাসিনার সময়ে চর ইজারার কোনো প্রথা নেই। আমরা বলছি শুধু যার জাল আছে সেই মাছ ধরবে।’

এ বিষয়ে ক্যামেরার সামনে অভিযোগের বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য মুহিবুর রহমান মুহিব জাগো নিউজকে বলেন, ‘কে ইজারা দিচ্ছে? আমি তো চিনি না এগো । আমার এ সম্পর্কে কোনো ধারণা নেই। চর তো সরকারিভাবে ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই। আর বাবু কিংবা শাহজুল মীরকে আমি চিনি না। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’

জানতে চাইলে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশফাকুর রহমান বলেন, ‘সাগর কিংবা চর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই। আপনাদের কাছে যেহেতু শুনলাম, এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে। জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।’

এ বিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, বিষয়টি জানা নেই। তবে খোঁজখবর নিয়ে দেখছি।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

Mahadi Hasan Sumon

আপলোডকারীর সব সংবাদ