সব
অবশেষে চালু হলো দীর্ঘ প্রতীক্ষিত ঢাকার দোহারে মৈনট থেকে ফরিদপুরের চরভদ্রাশন গোপালপুর লঞ্চ সার্ভিস। মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় প্রথমে দোহারের মৈনট ঘাটে ও বেলা সাড়ে ১২টায় ফরিদপুর চভদ্রাশনের গোপালপুরে এর উদ্বোধন করা হয়।
লঞ্চ সার্ভিসের উদ্বোধন করেন বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক একেএম আরিফ উদ্দিন। উদ্বোধন উপলক্ষে প্রথম দিন যাত্রীদের ফ্রি যাতায়াতের সুযোগ দেন কর্তৃপক্ষ।
ফরিদপুর উপজেলার সদরপুর, চরভাদ্রাশন, নাগরকান্দা ও দক্ষিনঞ্চলের অনেক উপজেলার মানুষের রাজধানীতে যাতায়াতের সুবিধার্থে ফরিদপুরের চরভদ্রাশনের গোপালপুর থেকে ঢাকার দোহারের মৈনট ঘাট পর্যন্ত লঞ্চ সার্ভিসের সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিএ। এর জন্য প্রস্তুত করা হয়েছে ১১টি লঞ্চ। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত দু’টি টার্মিনাল থেকে গন্তব্যের উদ্দেশে ছাড়বে লঞ্চ। ঘাটটি শিমুলিয়া নদী বন্দরের আওতাভুক্ত। ভাড়া ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ যুগ্ম পরিচালক ট্রাফিক এনামুল হক ভূঁইয়া, উপ-পরিচালক ও পরিবহন বিভাগ মো. মিজানুর রহমান, স্থানীয় পোর্ট অফিসার মামুন উর-রশিদ, শিমুলিয়া নদী বন্দরের লঞ্চ মালিক সমিতির সভাপতি বিএম আতাউর রহমান আতা, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনিরসহ আরও অনেকে।
মন্তব্য