পার্কিরচর এসে যারা এংকর করবেন অবশ্যই কর্ণফুলীর মুখের ১ নাম্বার সবুজ বয়ার ভিতরে করবেন,কিনার দিকে চাপিয়ে।
বয়া থেকে বাহিরে আউটারে দিকে এংকর করলে জাহাজ উঠিয়ে দেওয়া হয়।
বয়া থেকে নিচের দিকে এক নটিকেল(প্রায়) দূরে হলে বাহিরের দিকেও এংকর করা যায়।
অনেকে বলছে বন্দরের লোকে পার্কিরচর থাকতে দিচ্ছে না বা দিবে না এ টাইপ কিছু।
সত্যতা হচ্ছে সবুজ বয়ার বাহিরে এংকর করলে দূর থেকে বয়া দেখা না যাওয়ায় বিদেশিশিপগুলো কমপ্লেইন করে।এজন্যই পাইলটভ্যাসেল, বন্দরের ভ্যাসেলগুলো থেকে বলা হয়েছে বয়ার ভিতরে কিনারের দিকে এংকর করতে।
গুজব ছড়াবেন না।গুজব থেকে দূরে থাকুন।
মন্তব্য