সব
পটুয়াখালীর পায়রা বন্দরে ৪১ হাজার মেট্রিক টন পাথর খালাসের পর ইন্দোনেশিয়ার মেইলবো বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করেছে মাদার ভ্যাসেল ‘এমভি সোল’।
সোমবার দুপুরে সাইপ্রাসের পতাকাবাহী এ জাহাজটি বন্দর ত্যাগ করে। এ বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বন্দরের পাইলট মেহেদী হাসান। পায়রা বন্দর কৃর্তপক্ষ সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল এ জাহাজটি তাপ বিদ্যুৎ কেন্দ্র আরপিসিএল এর জন্য ৬০ হাজার মেট্রিক টন পাথর নিয়ে বন্দরের আউটারেজে পৌঁছায়। ১৩ মিটার গভীরতার এ জাহাজটির দৈর্ঘ্য ১৯৭ মিটার ও প্রস্থ ৩৩ মিটার। লাইটার জাহাজের মাধ্যমে কিছু পাথর খালাসের পর ১০.৩০ মিটার গভীরতা নিয়ে জাহাজটি গত ১৯ এপ্রিল বন্দরের ইনার অ্যাংকোরেজে এসে পৌঁছায়। আজ পুরোপুরি পাথর খালাসের পর জাহাজটি আউটারে এগিয়ে দিয়ে আসেন বন্দরের পাইল মেহেদী হাসান।
পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া ইউংস আজিজুর রহমান জানান, ১০.৩০ মিটার গভীরতা নিয়ে ‘এমভি সোল’ বন্দরের ইনার অ্যাংকোরেজে প্রবেশ করে। বন্দরের ইনার অ্যাংকোরেজে প্রবেশ করা জাহাজের মধ্যে এটি সবচেয়ে বড় জাহাজ। এর আগে কয়লা নিয়ে ১০.২০ মিটার গভীরতার জাহাজ পায়রা বন্দরের ইনার অ্যাংকোরেজে প্রবেশ করেছিলো। বন্দরের টার্মিনালের কাজ শেষ হলে জেটিতে ভিড়বে ১০.৫০ মিটার গভীরতার জাহাজ। দেশের সব বন্দরের চেয়ে এখন পায়রা বন্দরের গভীরতা সবচেয়ে বেশি।
মন্তব্য