বিকাল ৩:৩৮, বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
শিরোনাম:
এক জাহাজে ৭০৩ রিকন্ডিশন গাড়ি আসল মোংলায়,,, কয়লা চুরি করতে গিয়ে জাহাজের সুকানি আটক,,, চট্টগ্রাম বন্দর ত্যাগ করা কার্গো জাহাজ আটক করলো মালয়েশিয়া,, রিমান্ড শেষে দুই আসামি আদালতে দেওয়া জবানবন্দিতে যা বললেন,,, পাথরঘাটায় ২৪ লাখ টাকার রেনু পোনাসহ আটক ৯,,, চাঁদপুরে মেঘনার চরে আটকে পড়া ২২ শিক্ষার্থীকে উদ্ধার,,, মে মাসে চট্টগ্রাম বন্দর থেকে জাহাজ যাবে মধ্যপ্রাচ্যে,,, বদলে যাচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম,,, দেশের ইতিহাসে বৃহৎ জাহাজের নোঙর মাতারবাড়ীতে,,, পাথর খালাস শেষে পায়রা বন্দর ছাড়লো ‘এমভি সোল’,,, ট্রলারে ভেসে ১০ মরদেহের পরিচয় মিলেছে,,, ১০ জেলের মরদেহ শনাক্তে হচ্ছে ডিএনএ টেস্ট,,, ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত,, দেশের বিভিন্ন জেলায় কালবৈশাখীর আভাস, নদী বন্দরে সতর্ক সংকেত,,, আগামীকাল থেকে চলবে পর্যটকবাহী জাহাজ,,, মোরেলগঞ্জে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার,,. নৌ সন্ত্রাসী খিজির আহমেদ খাজা জামিনে ছাড়া পেয়ে আবারও ভয়ংকর বেপরোয়া,,,,, চট্টগ্রাম বন্দরে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা,,,,, ‘এম,ভি সোল’ জাহাজে নতুন ইতিহাস গড়লো পায়রা বন্দর,,, বিআইডব্লিউটিসিকে মানসম্পন্ন জায়গায় যেতে হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী,,,, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে, নৌ শ্রমিকদের শুভেচ্ছা জানিয়েছেন ★আনিছ মাস্টার,,,, ৮৫ শতাংশ নৌযানের নেই লাইসেন্স, রাজস্ব বঞ্চিত সরকার,,,,, চক্ষু পরীক্ষার নামে যে নতুন পরীক্ষার পদ্ধতি চালু করেছেন কালার ভিশন, এরূপ কোন মার্কা নৌপথে নেই । আনিছ মাস্টার,,, ধর্মঘট নিষিদ্ধের বিল প্রত্যাহার করতে হবে। আনিছ মাস্টার,, বাউফলে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে নৌর‌্যালী,, নৌযান শ্রমিকদের বেতন ৬০ শতাংশ বৃদ্ধি করে গেজেট প্রকাশ,,,, সরকার বিআইডব্লিউটিসির কাছে ১ হাজার ১৪০ কোটি টাকা পাবে,, ১৪ অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে……. নৌবাহিনীর মহড়া : কুতুবদিয়া ও কর্ণফুলী চ্যানেলে বন্ধ থাকবে নৌযান,,,,, ফুটো হয়ে চট্টগ্রামের হাতিয়ার নলছিরা ঘাট পার হওয়ার পর এমবি হেমা(৩) নামের একটি জাহাজ ডুবে গেছে।

নৌ সন্ত্রাসী খিজির আহমেদ খাজা জামিনে ছাড়া পেয়ে আবারও ভয়ংকর বেপরোয়া,,,,,

মেরিন নিউজ ২৪ ডেস্ক নিজস্ব প্রতিবেদন। আপডেটঃ বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩, ১১:৩৫ এএম 834 বার পড়া হয়েছে

রাজধানীর তুরাগ থানার ডাকাতি মামলার আসামী, কুখ্যাত নৌ সন্ত্রাসী, খিজির আহমেদ র‍্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার পর জামিনে ছাড়াআপেয়ে আবারও বেপরোয়া।

র‍্যাব -৪, কে আবারও অনুরোধ করছি, এই কুখ্যাত সন্ত্রাসী ও তার পালিত জলদস্যুর সহোযোগীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি।

রাজধানীর তুরাগ থানার ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী খিজির আহমেদ ওরফে খাজা বাকি বিল্লাকে রাজধানীর দারুসসালাম থানার গৈদারটেক খিজির আলী মসজিদের পাশের একটি বাড়ি থেকে র‍্যাব -৪, ৬ অক্টোবর সকাল ৯ ঘটিকার সময় গ্রেপ্তার করতে সক্ষম হয়। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের কয়েকজন জন সদস্য অভিযান চালিয়ে পেশাগত এই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে বলে র‍্যাব সূত্রে জানা যায়। এতে এলাকাবাসির মাঝে সস্তি ফিরে আসে, এলাকাবাসী বলেন এরকম একজন ডাকাত আমাদের এলাকায় থাকা মানে আমাদের বিপদের আশঙ্কা থাকে, তাই তারা র‍্যাব ৪ কে ধন্যবাদ জানিয়েছেন তারা। এলাকাবাসী বলেন গত ১৭ সেপ্টেম্বর আমাদের এলাকার প্রায় বাড়ি ডাকাতির চেষ্টা চালায় পরে একজনকে আমরা মাদ্রাসার ভিতর থেকে ধরতে সমক্ষ হই সেই মামলায় ইউসুফ নামে একজন এখন জেলে আছে। এলাকায় চুরি ছিনতাই সহ একাধিক মামলা এই খিজির আহমেদ এর বিরুদ্ধে আছে বলে জানা যায়। র‍্যাব জানায় খিজির আহমেদ ওরফে খাজা বাকি বিল্লা রাজধানীর তুরাগ থানায় ডাকাতি মামলা নং ৭-৭-২০১৫ এর ওয়ারেন্টভূক্ত আসামী হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নরসিংদীর মনোহরদী থানায় ডাকাতি মামলা নং ১৯(৬)২০১৫ রয়েছে। এছাড়াও ঢাকা কোর্টে একটি ছিনতাই মামলা যার নং ৩০৩/২০২২ রয়েছে। এর আগে তার স্থায়ী ঠিকানা গ্রামের বাড়ি টামটা, সাহারাস্তি, চাঁদপুরে একাধিক মামলাও তার বিরুদ্ধে হয়। জানা যায় খিজির আহমেদ ওরফে খাজা বাকি বিল্লা চাদপুরের সাহারাস্তী থানার টামটা গ্রামের ক্বারী মোঃ ঈদ্রিস এর পুত্র। সে এলাকায় মামলা থাকায় ঢাকায় পাড়ি জমায়। গাবতলীর জাহাজ শ্রমিকরা জানান ঘাটে জাহাজ বাধলে জাহাজ প্রতি তাকে দুইশত টাকা দিতে হতো, না দিলে ডাকাতির হুমকি সহ নানা ভয়ভীতি দেখানো হতো, তাদের মাঝেও সস্তি ফিরে এসেছে বলে তারা জানান এবং র‍্যাব ৪ কে জাহাজ শ্রমিকরা ধন্যবাদ জানান। অত্র এলাকাবাসী ও জাহাজ শ্রমিকগণ বলেন- খিজির আহমেদ খাজা এর সাথে কিছু সহযোগী আছে তাদেরও গ্রেপ্তারে দাবী জানান তারা।

বর্তমানে জামিনে ছাড়া পেয়ে এই সন্ত্রাসী খিজির আহমেদ খাজা আরো বেপরোয়া, নৌযান শ্রমিকলীগের নাম ব্যবহার করে প্রতিনিয়ত নৌ শ্রমিকদের কাছ থেকে জোরপূর্বক হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা সহ এলাকায় বাসিদের কাছ থেকে মুক্তিযুদ্ধা প্রজন্ম লীগের নাম ব্যবহার করে খাজা, কামাল সহ তাদের পালিত সন্ত্রাসী দিয়ে ছিনিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। র‍্যাব ৪ এবং আইন শৃঙ্খলা বাহিনীরা তার কিছুই করতে পারবেনা বলে দাবী করেন খাজা।আইনের লোক তার পকেটে বলে জনায়।

এমত অবস্থায় বাংলাদেশের সকল প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছি।

 

মন্তব্য

আপলোডকারীর তথ্য

Mahadi Hasan Sumon

আপলোডকারীর সব সংবাদ