সব
আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর আকরাম টাওয়ার নিজ কার্যালয়ে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন আয়োজিত সরকার কর্তৃক ঘোষিত নৌযান শ্রমিকদের বেতন কাঠামো একতরফা ভাবে মূল বেতনের ৬০ শতাংশ বৃদ্ধির প্রতিবাদে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক।
উক্ত সম্মেলনে মোঃ নুরুল হক ও আরও কয়েকটি সংগঠন, নৌযান শ্রমিকদের মূল বেতন ৬০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক বলে দাবি করেন ।
তাই ৬০ শতাংশ বেতন বাড়ানোর সিদ্ধান্ত বাতিল করে আলোচনার মাধ্যমে নতুন সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ জানিয়ে তাঁরা বলেন, নৌ পরিবহন সেক্টরের বিভিন্ন শ্রেণির নৌযানের মালিকদের সক্ষমতা, বিশ্ব অর্থনৈতিক মন্দা এবং পরিবহনযোগ্য পণ্যের অভাবের বিষয়টি বিবেচনা না করেই সরকার বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে মালিকদের পক্ষে নৌযান চালানো সম্ভব হবে না।
এখানে উল্লেখ্য, গত ২২শে ফেব্রুয়ারি এক সভায় নৌযান শ্রমিকদের বেতন ৬০ ভাগ বাড়ানোর প্রস্তাব করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। তবে ২০১৬ সালে প্রকাশিত গেজেট অনুযায়ী এই প্রস্তাব অযৌক্তিক বলে জানিয়েছেন নৌযান মালিকরা।
মন্তব্য