সব
নৌযান শ্রমিকদের মূল বেতনের (বেসিক) ৬০ শতাংশ বাড়ানোর জন্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে আসছে তারা। পরে সরকার পক্ষের সঙ্গে টানা ছয় ঘণ্টার বৈঠকে মূল বেতনের (বেসিক) ৬০ শতাংশ বাড়ানোর কথা দেওয়া হয়েছিল। সে কথা রেখেছে সরকার। এবার বেতন ৬০ শতাংশ বৃদ্ধি করে গেজেট প্রকাশ করেছে সরকার।
বৃহস্পতিবার (৩০ মার্চ) এ গেজেট প্রকাশ করে বাংলাদেশ গেজেট কর্তৃপক্ষ। গেজেট প্রকাশের পর পরই এটি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায়। এতে নৌযান শ্রমিকদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়।
বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা লিখেন, আমাদের দীর্ঘদিনের আন্দোলন সফল হয়েছে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনি আমাদের জন্য যা করেছেন আমরা আপনার কাছে কৃতজ্ঞ।
নৌযান শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ও কর্মক্ষেত্রে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গত ২৭ নভেম্বর থেকে সারাদেশে কর্মবিরতি শুরু করার ঘোষণা দেয় নৌযান শ্রমিকেরা। পরে নৌ মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বৈঠকে তাদের বেতন বৃদ্ধির আশ্বাসে সে আন্দোলন থেকে সরে আসে তারা।
সংকট নিরসনে ২৮ নভেম্বর মালিক, শ্রমিক ও সরকারের সমন্বয়ে ত্রি-পক্ষীয় সভা হয়। সেই সভায় এক হাজার টনের বেশি জাহাজের শ্রমিকদের নভেম্বর থেকে এক হাজার ২০০ টাকা ভাতা এবং এর চেয়ে বেশি পণ্যবাহী জাহাজের শ্রমিকদের এক হাজার ৫০০ টাকা মাসিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়।
এছাড়া বেতন কাঠামো গঠনের জন্য একটি কমিটি গঠন করা হয়। এক মাসের মধ্যে কমিটি শ্রমিকদের বেতন নির্ধারণ করে গেজেট প্রকাশ করার সিদ্ধান্তের পর শ্রমিকরা কর্মবিরতি প্রত্যাহার করে নেয়।
মন্তব্য