সব
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডকইয়ার্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নুরুজ্জামান নামে এক জাহাজ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। নুরুজ্জামান ঢাকার দোহার এলাকার বাসিন্দা ছিলেন।
বুধবার উপজেলার দড়িকান্দি এলাকায় কিং ফিশার ডকইয়ার্ডের সাংহাই-৮ জাহাজে এ ঘটনা ঘটে। এ সময় সহিদুল ও ইউনুস মিয়া নামে আরো দুই শ্রমিক আহত হয়েছেন।
রূপগঞ্জ থানার উপ-সহকারী পরিদর্শক শহিদুল ইসলাম খান জানান, দড়িকান্দি এলাকায় কিং ফিশার ডকইয়ার্ডের সাংহাই-৮ জাহাজে কাজ করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। এতে তিনজন আহত হন। তাদেরকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে স্থানীয় ইউএস বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে নুরুজ্জামানের মৃত্যু হয়।
মন্তব্য