সব
বাংলাদেশের নৌ শিল্প উন্নয়নে বৃহত্তর ভূমিকা পালন করছে, দেশের বিভিন্ন অঞ্চলের নাবিকরা।
দ্রব্য মূল্যের উর্ধগতি কিন্তু নাবিকদের বেতন বৃদ্ধি হচ্ছে না। কিছু সংখ্যক নামধারী কুলাঙ্গার মালিক পক্ষের দালাল, যারা নৌ সেক্টরের নেতা বলেও পরিচয় দেয়। তাদের কারনে আজ নৌ পথের নাবিকরা অবহেলিত।
আন্দোলনের নামে চলছে তালবাহানা, নৌ পথের নাবিকদের দেখার কেউ নাই, তাদেরকে বোকা বানিয়ে পকেটে ভারী করছে পুরাতন কিছু নেতারা।
নাবিক বাঁচলে নৌ শিল্প বাঁচবে
নৌ শিল্প বাঁচলে দেশের উন্নয়ন হবে।
মন্তব্য