সব
বাংলাদেশ বাল্কহেড ট্রলার নৌযান শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- ৪০৪৩ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান মাস্টার এক বিবৃতিতে বলেন,
মহান সংসদে উপাস্থিত অত্যাবশকীয় সেবা খাতে ধর্মঘট নিষিদ্ধ করার বিল শ্রমিকদের গনতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার পদক্ষেপ বলে মনে করি। সংবিধান, আইন, আইএলও কনভেনশন এবং আন্তর্জাতিক বিধি বিধান সবখানে শ্রমিকদের ধর্মঘটের অধিকার স্বীকৃতি আছে। শ্রমিক তার ন্যায্য পাওনা আদায়ের জন্য আন্দোলন করতে বাধ্য হয়। আলাপ আলোচনার সমস্ত দরজা বন্ধ হলেই ধর্মঘট আহ্বান করে থাকে। প্রতিবাদের এই সর্বশেষ অধিকার কেড়ে নেওয়ার অর্থ হলো, শ্রমিকদের উপর বিনা বাধায় নিপিড়নের অধিকার সম্প্রসারিত হওয়া। মহান মে দিবসে প্রাক্কালে এই বিল উপস্থাপন মে দিবসের সংগ্রামী ইতিহাসকে অস্বীকার করা। এমন কোন খাত নেই যা অত্যাবশকীয় সেবা খাতের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে না। ফলে ভবিষ্যতে এই আইনের দোহাই দিয়ে শ্রমিকদের ন্যায় সংহত দাবী আদায়ের আন্দোলন এবং সংবিধান ও শ্রম আইন স্বীকৃত অধিকার কেড়ে নেয়া হবে। এই বিল আইনে পরিনত হলে তা মালিকদের সুরক্ষা এবং শ্রমিকদের ভীতি প্রদর্শন ও শাস্তি প্রদানের হাতিয়ারে পরিণত হবে।
জরুরী সেবা যেমন গুরুত্বপূর্ণ শ্রমিকের অধিকারও তেমনি গুরুত্বপূর্ণ। এই বিল আইনে পরিনত হলে তা শুধু ট্রেড ইউনিয়ন অধিকারকে সংকুচিত করবে তাই নয়, শ্রমিকদের আইনসংগত আন্দোলনের পথও রুদ্ধ করবে, উল্লেখ করে নেতৃবৃন্দ অবিলম্বে এই বিল প্রত্যাহারের দাবী জানান।
মন্তব্য