সব
সংরক্ষিত —
দেশের অভ্যন্তরীন নৌ-শ্রম,শিল্প কল-কারখানার,নাগরিক অধিকার,মানবাধিকার ইত্যাদি সহ প্রচলিত আইনে নৌ-সেক্টরের শ্রমিকদের নানাবিধ বিষয়ে বঞ্চিতকরনের সূত্রসমূহ :-
১) নিয়োগ পত্র, পরিচয় পত্র সার্ভিস বুক না পাওয়া থেকে।
২) বিশ্বমান ও সরকারি শ্রমিক কর্মচারীদের সমমানের মজুরি ভাতা ও অন্নান্য সুযোগ সুবিধা থেকে।
৩)ওভার টাইম, ভাতা প্রাপ্তি থেকে
৪)যৌক্তিক ঝুকি ভাতা থেকে
৫)যৌক্তিক উৎসব ভাতা থেকে
৬) ন্যায্য মৃত্যকালীন ভাতা থেকে
৭)বাৎসরিক ইনক্রিমেন্ট, সিনিয়রিটির ও সর্বোচ্চ ধাপের ইনক্রিমেন্ট থেকে
৮)ভারত গামী জাহাজের শ্রমিক ফরেন এনাউন্স কম অর্থ দেয়া,
৯)গ্রুপ বিমা, প্রভিনেন্ট ফান্ড সুবিধা থেকে,
১০)ডিউটির পোষাক থেকে
১১)সর্টহ্যান্ড এনাউন্স থেকে
১২)ন্যায্য খাদ্য ভাতা থেকে
১৩) ট্রেনিং, লং কোর্স -সর্ট কোচ করনের ছুটি ও ভাতা থেকে
১৪)সর্ট ট্রিপ বোনাস থেকে
১৫)ন্যায্য ঘর ভাড়া ভাতা থেকে
১৬) যৌক্তিক দায়ীত্ব ভাতা থেকে
১৭) জাতীয় উন্নায়নে ভূমিকার অবদানের জন্য রাষ্ট্রীয় বিশেষ ভাতা থেকে,
বিশ্বের যে সকল দেশে শ্রমিক, কৃষক, মেধা, ছাত্র যুব বৃদ্ধের যোগ্য সুযোগ সুবিধা প্রদান করা হয়, সে দেশ তত গতিশীল উন্নায়নের দিকে এগিয়ে যাচ্ছে।
সরকার সহায়ক হলে আমরা সুযোগ সুবিধা পেয়ে যাবো, না পেলে আন্দোলন করে অধিকার আদায় করে নিতে হবে,
তাই মনের ভাষায় বলতে হয় –
হবে যদি জয়
কেন কর ভয়
এসো লড়াই করি ন্যায্য মজুরি আদায় করি।
মন্তব্য