সব
ভারতের পশ্চিমবঙ্গের হুগলি নদীতে বাংলাদেশি দু’টি জাহাজের মুখোমুখি সংঘর্ষে ডুবে যায় বাংলাদেশি জাহাজ এমভি রাফসান হাবিব-৩। জাহাজে বোঝাই ছিল ছাই।
জাহাজটির একাংশ নদীতে ডুবে যাওয়ায় নদী দূষণের সম্ভবনা বাড়ছিল, আশঙ্কা ছিল নদীতে তেল মিশে যাওয়ার। কাজেই তৎপরতার সঙ্গে শুরু হল জাহাজ থেকে ছাই ও তেল সরানোর কাজ।
ইতিমধ্যেই জাহাজ থেকে প্রায় ১০০০ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে। জাহাজটিতে কয়েকশ টন ছাই আছে। ওই ছাই তোলার জন্য ১০ থেকে ১২ জন ডুবুরিকে নিয়ে আসা হয়েছে ঘটনাস্থলে। জোয়ারের জল নামলেই তারা কাজ করছে। জানা গেছে, ছাই সরানোর কাজ চলবে আগামী ৪-৫ দিন।
প্রসঙ্গত, শনিবার (২৫ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪পরগনা জেলার কুলপি থানা এলাকার হুগলি নদীর পয়লা নম্বর এলাকায় স্থানীয় সময় ভোর ৫টায় সংঘর্ষে ডুবে যায় এমভি রাফসান হাবিব-৩। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ডুবে যাওয়া জাহাজের ৯ জনকে উদ্ধার করা হয়।
জাহাজটি ছাই বোঝাই করে বাংলাদেশে আসছিল। সেই সময় উল্টোদিক থেকে আসা আরেকটি জাহাজের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এমভি রাফসান হাবিবের। ধীরে ধীরে হুগলি নদীতে ডুবে যেতে থাকে জাহাজটি। এ সময় এমভি রাফসানে থাকা কর্মীদেরকে উদ্ধার করে অন্য জাহাজের কর্মীরা। পরে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহযোগিতা করেন পুলিশ, সিভিক ভলেন্টিয়ার এবং স্থানীয় মানুষেরা
মন্তব্য