সব
Exif_JPEG_420
কার্গো, বাল্কহেড নৌ শ্রমিকদের নুন্যতম ২০০০০/- (বিশ হাজার) টাকা মজুরী নির্ধারণ, মৃত্যু কালীন ক্ষতিপূরন ১০,০০০০/- ( দশ লক্ষ) টাকা নির্ধারণ করা, কাগজ পএ দেখা’র নামে নৌ শ্রমিক হয়রানী বন্ধ করা, নৌ পথে চাঁদাবাজি, সন্ত্রাসী, ডাকাতি, চুরি বন্ধ করা, নৌ পথ ড্রেজিং সহ বয়া, বাতি স্থাপন করা। কার্গো, বাল্কহেড নৌ শ্রমিকদের নৌ পথে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ ও পোতাশ্রয় নির্মাণ করা সহ কার্গো, বাল্কহেড নৌ শ্রমিকদের ৯ দফা দাবী বাস্তবায়নে,,,
তারিখঃ ২৭ নভেম্বর ২০২২ খ্রিঃ রোজ রবিবার, সময় সকাল ৬.০১ মিনিট হইতে সারাদেশে নৌ পথে সকল কার্গো, বাল্কহেড এর নৌ শ্রমিকরা অবিরাম কর্মবিরতি পালনের জন্যে,,,,
মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কর্গো, বাল্কহেড নৌ শ্রমিক ঐক্যজোটের সংগ্রামী আহবায়কঃ- বাসার মাস্টার, সদস্য সচিবঃ- মামুন ড্রাইভার সহ বাংলাদেশ বাল্কহেড ট্রলার নৌযান শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং- ৪০৪৩ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আনিছুর রহমান মাস্টার ও অত্র সংগঠনের বিভিন্ন অঞ্চলিক শাখার নেতাকর্মী ও নৌ শ্রমিক গন। এ সময় নৌ পথের অনান্য সংগঠন ও নেতৃত্ববৃন্দরাও উপস্থিত ছিলেন।
আয়োজনেঃ-
কার্গো বাল্কহেড নৌ শ্রমিক ঐক্যজোট।
মন্তব্য