সব
চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ ২০২২ অভিযান পরির্দশন করলেন আইজিপি
২৮অক্টোবর ২০২২খ্রি:শুক্রবার
জাতীয় মাছ ইলিশ সংরক্ষণে নৌপুলিশ নদীতে নিয়মিত ভাবে অভিযান পরিচালনা করছে। নৌ পুলিশের এই কার্যক্রম আজ সরজমিনে পরিদর্শন করেন বাংলাদেশ পুলিশের আইজি জনাব চৌধুরী আব্দুল্লাহ আল- মামুন বিপিএম(বার),পিপিএম মহোদয়।
তিনি ইলিশের বাড়ি নামে খ্যাত চাঁদপুরে মা ইলিশ রক্ষায় নৌ পুলিশের বিভিন্ন কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং অফিসার ফোর্সদের সাথে মতবিনিময় করেন।
সভায় পুলিশ প্রধান বলেন,”মা ইলিশ রক্ষায় নৌ পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অন্যান্য সংস্থার সাথে সমন্বয় সাধন করে সরকারি নির্দেশনা সমূহ যথাযথ ভাবে পালনের জন্য নৌ পুলিশ কঠোর পরিশ্রম করছে। সরকার ঘোষিত নিষিদ্ধ কালীন ২২দিন যাতে কেউ মা ইলিশ শিকার করতে না পারে তার জন্য নৌ পুলিশের থানা ফাঁড়ির প্রতিটি সদস্য পালাক্রমে ডিউটি করেছে।মা ইলিশ সংরক্ষণ অভিযানের শেষদিনেও নৌ পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে।
বাংলাদেশ পুলিশ প্রধান নৌপুলিশের সার্বিক কার্যক্রমে সন্তুষ্টি জ্ঞাপন করেন এবং নৌ পুলিশ প্রধান জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম(বার),পিপিএম মহোদয় কে ধন্যবাদ জানান।
এই সময় পুলিশ হেডকোয়ার্টার এর অতিরিক্ত আইজি (প্রশাসন)জনাব মোঃ কামরুল আহসান, বিপিএম(বার), নৌ পুলিশের অতিরিক্ত আইজি জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম(বার),পিপিএম, চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মিলন মাহমুদ,নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান সহ নৌ পুলিশের সকল পর্যায়ের উর্দ্ধতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
মা ইলিশ সংরক্ষণ অভিযানে নৌ পুলিশ এ পর্যন্ত ১৩৮কোটি ১৯ লক্ষ মিটার অবৈধ জাল,৪৪হাজার৪৪৮ কেজি মাছ,৪১৩টি মামলা,৫৯৯টি মোবাইল কোর্ট এবং৩হাজার৫৮২জন আসামী গ্রেফতার করে।আশা করা যাচ্ছে,মা ইলিশের এই নিরাপদ প্রজননের জন্য আগামীতে ইলিশের উৎপাদন আরো বৃদ্ধি পাবে এবং দেশ অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হবে।
উল্লেখ্য যে,সরকার ঘোষিত সময় অনুযায়ী গত ৭অক্টোবর হতে নৌ পুলিশ মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু করে এবং আজ ২৮ অক্টোবর মধ্যরাতে এই অভিযান শেষ হবে।
মন্তব্য