সব
চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে যাওয়া ‘প্যাসিফিক-০৭’ নামের একটি পণ্যবাহী কার্গো জাহাজ আটক করেছে মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (মেরিটাইম মালয়েশিয়া)।স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ মে) রাত ১০টার দিকে জাহাজটি আটক করা হয় বলে এক বিবৃতিতে জানান দেশটির সেলাঙ্গর মেরিটাইম ডিরেক্টর ও মেরিটাইম ক্যাপ্টেন শিব কুমার ভেঙ্গাদাসালাম।
এ সময় তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে সন্দেহজনক জাহাজটির অবস্থান শনাক্ত করে এসডব্লিউএসএলএ ক্লাং এরিয়া কন্ট্রোল সেন্টার (এসিসি)।
প্যাসিফিক-০৭ জাহাজটি মালয়েশিয়ার পশ্চিম উপকূলের সেকিনচান থেকে প্রায় ২১ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে জলসীমায় অনুপ্রবেশের সন্দেহে কার্গো জাহাজটি আটক করা হয়। এছাড়া সেন্ট্রাল রিজিয়নের মেরিন ডিপার্টমেন্ট (জেএলডব্লিউটি) জানিয়েছে, কার্গো জাহাজটির মালয়েশিয়ার মেরিন ডিপার্টমেন্টের মহাপরিচালকের অনুমতি ছিল না। জাহাজটিতে ভিয়েতনামের নাগরিক, ক্যাপ্টেনসহ ২২ জন পুরুষ ক্রু নিয়ে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা হয়েছিল এবং তাদের সবার কাছে বৈধ পরিচয়পত্র রয়েছে।
এদিকে, পরিদর্শনে দেখা গেছে জাহাজের ক্যাপ্টেন নোঙ্গর অনুমোদনের নথি জমা দিতে ব্যর্থ হন এবং মালয়েশিয়ার মেরিন ডিপার্টমেন্টের মহাপরিচালকের অনুমতি ছাড়া জাহাজটি জলসীমায় অনুপ্রবেশ করায় মার্চেন্ট শিপিং অধ্যাদেশ ১৯৫২ এর ধারা ৪৯১বি (১) (এল) এর অধীনে একটি অপরাধ করেছেন।
পরে, জাহাজটির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় এবং এবং জাহাজের ক্যাপ্টেন ও একজন ক্রু সদস্যকে আরও তদন্তের জন্য সেলাঙ্গর মেরিটাইম সদর দফতরে নিয়ে যাওয়া হয়েছে।
মন্তব্য