চক্ষু পরীক্ষার নামে যে নতুন পরীক্ষার পদ্ধতি চালু করেছেন কালার ভিশন, এরূপ কোন মার্কা নৌপথে নেই । আনিছ মাস্টার,,,
বরাবর
মহা পরিচালক
নৌ পরিবহন অধিদপ্তর
আপনার অবগতি ও প্রয়োজনীয় ব্যাবস্তা গ্রহন করার জন্য জানাইতেছি যে,
নদীপথে অসংখ্য নৌযান শ্রমিকরা দীর্ঘ বছর চাকরি করার পরে তাদের প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে এবং তাদের যোগ্যতা সনদ অর্জন করার লক্ষ্যে তারা পরীক্ষা দেয়। পরীক্ষাগুলো আপনার নিয়ন্ত্রনাধিন অধিদপ্তর অনুষ্ঠিত হয়। বর্তমানে নৌসেক্টরে কর্মরত শ্রমিকরা তারা কিছু সুশিক্ষিত আছে।তারা ভালোভাবে দেখতে পারে এবং লিখতেও পারে।
দুঃখের বিষয় আপনাদের চক্ষু পরীক্ষার নামে যে নতুন পরীক্ষার পদ্ধতি চালু করেছেন কালার ভিশন, এরূপ কোন মার্কা নৌপথে নেই । অথচ এই কালার ভিশন এর মাধ্যমে অনেক শ্রমিকদেরকে পরিকল্পনা ভাবে ফেল করানোর উদ্দেশ্যে এ পরীক্ষা পদ্ধতি চালু করেছে । হাজার হাজার বেকার শ্রমিক এবং গরিব ঘরের সন্তানরা সহজভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য জীবনের বাজি রেখে নদী পথে চাকরি করে প্রতিষ্ঠিত হতে হয়। কিন্তু আপনাদের এই মনগড়া চক্ষু পরীক্ষার কারণে অধিকাংশ শ্রমিকরা প্রতিষ্ঠিত হতে পারেন না। আমাদের মেরিনারদের বর্তমান বর্ন অন্ধ এই কালার ভিশন নামের অভিশাপ থেকে আমাদেরকে মুক্ত করুন। ডি ই পিটিসি তে কোর্স করার আগে বর্ণান্ধ সনাক্ত করুন।ডিজি শিপিংয়ে কালারভিশন নামক হয়ড়ানী বন্ধ করুন।।
অতএব মহোদয় উপরোক্ত বিষয়গুলো নৌপথের লক্ষ লক্ষ শ্রমিকের প্রাণের দাবি। তাই তদন্ত সাপেক্ষে এই কালার ভিশন আইন বাতিল করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।
নিবেদক।
মোঃ আনিছুর রহমান মাস্টার
সাধারন সম্পাদক
বাংলাদেশ বাল্কহেড ট্রলার নৌযান ইউনিয়ন
বাংলাদেশ নৌযান শ্রমিক কল্যান ফাউন্ডেন।
মোবাইল 01867681741,01945244776
মন্তব্য