বিকাল ৩:২৭, বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
শিরোনাম:
এক জাহাজে ৭০৩ রিকন্ডিশন গাড়ি আসল মোংলায়,,, কয়লা চুরি করতে গিয়ে জাহাজের সুকানি আটক,,, চট্টগ্রাম বন্দর ত্যাগ করা কার্গো জাহাজ আটক করলো মালয়েশিয়া,, রিমান্ড শেষে দুই আসামি আদালতে দেওয়া জবানবন্দিতে যা বললেন,,, পাথরঘাটায় ২৪ লাখ টাকার রেনু পোনাসহ আটক ৯,,, চাঁদপুরে মেঘনার চরে আটকে পড়া ২২ শিক্ষার্থীকে উদ্ধার,,, মে মাসে চট্টগ্রাম বন্দর থেকে জাহাজ যাবে মধ্যপ্রাচ্যে,,, বদলে যাচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম,,, দেশের ইতিহাসে বৃহৎ জাহাজের নোঙর মাতারবাড়ীতে,,, পাথর খালাস শেষে পায়রা বন্দর ছাড়লো ‘এমভি সোল’,,, ট্রলারে ভেসে ১০ মরদেহের পরিচয় মিলেছে,,, ১০ জেলের মরদেহ শনাক্তে হচ্ছে ডিএনএ টেস্ট,,, ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত,, দেশের বিভিন্ন জেলায় কালবৈশাখীর আভাস, নদী বন্দরে সতর্ক সংকেত,,, আগামীকাল থেকে চলবে পর্যটকবাহী জাহাজ,,, মোরেলগঞ্জে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার,,. নৌ সন্ত্রাসী খিজির আহমেদ খাজা জামিনে ছাড়া পেয়ে আবারও ভয়ংকর বেপরোয়া,,,,, চট্টগ্রাম বন্দরে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা,,,,, ‘এম,ভি সোল’ জাহাজে নতুন ইতিহাস গড়লো পায়রা বন্দর,,, বিআইডব্লিউটিসিকে মানসম্পন্ন জায়গায় যেতে হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী,,,, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে, নৌ শ্রমিকদের শুভেচ্ছা জানিয়েছেন ★আনিছ মাস্টার,,,, ৮৫ শতাংশ নৌযানের নেই লাইসেন্স, রাজস্ব বঞ্চিত সরকার,,,,, চক্ষু পরীক্ষার নামে যে নতুন পরীক্ষার পদ্ধতি চালু করেছেন কালার ভিশন, এরূপ কোন মার্কা নৌপথে নেই । আনিছ মাস্টার,,, ধর্মঘট নিষিদ্ধের বিল প্রত্যাহার করতে হবে। আনিছ মাস্টার,, বাউফলে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে নৌর‌্যালী,, নৌযান শ্রমিকদের বেতন ৬০ শতাংশ বৃদ্ধি করে গেজেট প্রকাশ,,,, সরকার বিআইডব্লিউটিসির কাছে ১ হাজার ১৪০ কোটি টাকা পাবে,, ১৪ অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে……. নৌবাহিনীর মহড়া : কুতুবদিয়া ও কর্ণফুলী চ্যানেলে বন্ধ থাকবে নৌযান,,,,, ফুটো হয়ে চট্টগ্রামের হাতিয়ার নলছিরা ঘাট পার হওয়ার পর এমবি হেমা(৩) নামের একটি জাহাজ ডুবে গেছে।

গ্যাস, কাচামালের সংকট: চ্যালেঞ্জের মুখে জাহাজ নির্মাণ শিল্প,,,,,

মেরিন নিউজ ২৪ ডেস্ক সংরক্ষিত। আপডেটঃ শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ৯:১১ পিএম 66 বার পড়া হয়েছে

বরিশালে গ্যাস, কাচামাল সহ নানা কারনে চ্যালেঞ্জের মুখে পড়েছে লঞ্চ ও পণ্যবাহী জাহাজ নির্মাণ শিল্প। কীর্তনখোলা নদী তীর সহ বিভিন্ন স্থানে গড়ে ওঠা এ জাহাজ নির্মান কেন্দ্রীক ডকইয়ার্ডে শিল্পের প্রসার ঘটছে ধীরগতিতে। তাছাড়া পদ্মা সেতু চালুর পড় লঞ্চ সার্ভিসে যাত্রীদের আগ্রহ কমায় কর্মসংস্থান হারাচ্ছে শ্রমকিরা। যেকারনে বেসরকারি খাতে গড়ে ওঠা এ শিল্পে প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করে এখন চ্যালেঞ্জে পরেছেন ব্যবসায়ীরা।

ষাটের দশকে বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের নয়ানী এলাকায় সাহেবের হাট খালের পাশে ছোট পরিসরে একটি ডকইয়ার্ড তৈরি করেন প্রয়াত লঞ্চ ব্যবসায়ী গোলাম মাওলা। সেখানে চারটি কাঠের লঞ্চ নির্মাণের মধ্য দিয়ে নৌযান নির্মাণের যাত্রা শুরু হয়। ধীরে ধীরে বিভিন্ন স্থানে মালবাহী জাহাজও নির্মাণ শুরু হয়।

কীর্তনখোলা নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে প্রায় এক ডজন ডকইয়ার্ড। এর মধ্যে বেলতলা, চরকাউয়া, দপদপিয়া, ধানগবেষনা উল্লেখযোগ্য। এসব ডকইয়ার্ডে নির্মাণ করা হচ্ছে ছোট-বড় লঞ্চ, যাত্রীবাহী ও পণ্যবাহী জাহাজ। বরিশাল-ঢাকা রুটে চলাচলকারী বিলাসবহুল নৌযান এখন তৈরি হচ্ছে এসব ডকইয়ার্ডে। তবে সংশ্লিস্টরা মনে করেন, গ্যাস, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং স্বল্প সুদে ঋণ পেলে বরিশালে জাহাজ নির্মাণ শিল্পে সম্ভাবনা বাড়ানো যায়।

সুন্দরবন লঞ্চের মাস্টার মজিবর রহমান বলেন, নগরীর বেলতলা খেয়াঘাট এলাকায় কীর্তনখোলা তীরবর্তী সুরভী ও সুন্দরবন লঞ্চ কোম্পানির শিপইয়ার্ড এক যুগেরও বেশি সময় ধরে লঞ্চ ও পণ্যবাহী কার্গো নির্মাণ করে আসছে। বছরে প্রায় ২-৩টা লঞ্চ তৈরি করা হয় শিপইয়ার্ড দুটি থেকে। পাশাপাশি অ্যাডভেঞ্চার কোম্পানির নিজাম শিপইয়ার্ড ও এম খান শিপইয়ার্ড রয়েছে দপদপিয়া ফেরিঘাট সংলগ্ন এলাকায়। এছাড়া কেডিসি সংলগ্ন চাঁদমারী এলাকায়ও ছোট-ছোট পণ্যবাহী ট্রলার নির্মাণের ডকইয়ার্ড রয়েছে।

জাহাজ নির্মান শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, এ শিল্পে বিদ্যুৎ ঘাটতিসহ ভ্যাট ও আগাম আয়করের খড়গ রয়েছে। মাত্র ৩৫ কিলোমিটার দূরত্বে ভোলায় গ্যাস থাকলেও গ্যাসনির্ভর এ শিল্পে নেই কোনো গ্যাস সুবিধা। ফলে প্রতিনিয়ত এসব বিরূপ পরিস্থিতির সঙ্গে লড়াই করেই টিকে আছে বরিশালের জাহাজ নির্মাণ শিল্প। ভোলার গ্যাস বরিশালে এলে জাহাজ নির্মাণ শিল্পে খরচ অনেক কম হতো। তাছাড়া ঢাকা ও চট্টগ্রাম থেকে কাঁচামাল সংগ্রহ খরচও বেশি।

এব্যপারে লঞ্চ মালিক সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি ও সুন্দরবন নেভিগেশনের স্বত্বাধিকারী সাইদুর রহমান রিন্টু সাংবাদিকদের বলেন, বরিশালে এ ব্যবসার অত্যন্ত চ্যালেঞ্জিং। বরিশালের শ্রমিক ও কারিগররা এখন অনেক দক্ষ হয়ে উঠেছেন। কিন্তু এখনো বরিশালের নৌযান নির্মাণ শিল্পে সরকারি-বেসরকারি ব্যাংকগুলো বিনিয়োগে আগ্রহ কম। তাছাড়া গ্যাস নেই।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

Mahadi Hasan Sumon

আপলোডকারীর সব সংবাদ