গত ২৩/১০/২০২২ ইং তারিখে বাংলাদেশ-ভারত লাইনে চলাচল কারী এম,ভি সানি-১ জাহাজটির মধ্যে বিপুল পরিমাণ মদ ও শিস কলম সহ শেখ বাডিয়াতে আটক করে কাস্টমস অফিসার।
গত ২৩/১০/২০২২ ইং তারিখে বাংলাদেশ-ভারত লাইনে চলাচল কারী এম,ভি সানি-১ জাহাজটির মধ্যে বিপুল পরিমাণ মদ ও শিস কলম সহ শেখ বাডিয়াতে আটক করে কাস্টমস অফিসার।
এখন বিষয় হচ্ছে, এই অসাধু বাস্টার্ড ব্যাক্তিদের জন্য আজ ল্যান্ডিং পারমিশন সহ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে হাজার হাজার ভারত রুটে চলাচল কারী জাহাজের বাংলাদেশী নাবিকরা।এদের জন্য আজ এই স্পট,দাগ বিহীন নৌ সেক্টরকে কলংকিত করছে।আমরা অনুরোধ করছি এদের বিরুদ্ধে যতাযত আইনানুগ ব্যাবস্থা নিতে জোরদার দাবি জানাচ্ছি প্রশাসনের নিকট।
মন্তব্য