সব
কোটি কোটি টাকার সম্পদ নাবিকদের উপরে ছেড়ে দিয়ে আপনি যে নিশ্চিন্তে রাতে পরিবার পরিজন নিয়ে ঘুমান।
আর আমরা নাবিক’রা আপনার সেই কোটি টাকার সম্পদ রক্ষাতে নির্ঘুম চোখে গভীর সমুদ্রে ঝড় তুফান সমুদ্রের গর্জনের সাথে যুদ্ধ করি প্রাণটা হাতের মুঠোয় নিয়ে।
কখনো কি ভেবেছেন আমাদের জীবন সমুদ্রে কেমন করে কাটে। আর আমরা নাবিক জীবন বাজি রেখে গভীর সমুদ্র পথ পাড়ি দিয়ে দেশ বিদেশে মাল আমদানি রপ্তানি কাজে ২৪ ঘন্টা নিয়োজিত থাকি দেশের অর্থনিতির চাকা সচল রাখি।
আমরা নাবিকদের বেতন বাড়ানোর কথা বল্লে কেন আপনারা মেনে নিতে চান না আমাদের আন্দোলন কেন করতে হয় বলুন।
মন্তব্য