সব
কিশোরগঞ্জ জেলার করিমগন্জ থানাধীন চামড়া ঘাট এলাকায় নদী পথে চলছে ভয়ংকর চাঁদাবাজি।
উক্ত স্থানের কুখ্যাত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী আলোচিত নৌ চাঁদাবাজ মোঃ শাহীন ও
তার সন্ত্রাসী দলবল,চলন্ত নৌযান থেকে প্রকাশ্যে দিনের বেলা জোড় পৃর্বক ভাবে চলন্ত নৌযানে
শ্রমিকদের অত্যাচার নির্যাতন ও শারীরিক ভাবে লান্চিত করে,প্রতি নৌযান থেকে ২০০০/৩০০০/
৫০০০ হাজার টাকা পর্যান্ত চাদাবাজি করে আসছে।চাঁদাবাজ শাহীনের চাহিদামত চাদা না দিলে
মোবাইল টাকা-পয়ষা ও নৌযানে থাকা আসবাপত্র ছিনিয়ে নিয়ে যায়।নৌ সংস্লিস্ঠ সকল আইন
শৃংখলা বাহীনির সুদৃস্টি আকর্শন করছি এবং চাঁদাবাজ শাহিনের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যাবস্তা
নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
মন্তব্য