সব
👉কপাল পোড়া নাবিক
(মোঃ মোশারেফ হোসেন মাসুদ)
মেরিন ডিপার্টমেন্টে
আজ শোকের ছায়া,
হাজার স্বপ্ন বুকে নিয়ে
ছাড়লেন পৃথিবীর মায়া।
সাগরের বুকে লাশের গন্ধে
আকাশ বাতাস হচ্ছে ভারি,
স্বজন খুঁজে পাচ্ছেনা
লাশ করছে আহাজারি।
কেমন করে সহ্য করি
দেখে তাদের আহাজারি,
নিজের অজান্তেই অশ্রু ঝরে
দেখে মায়ের গড়াগড়ি।
স্বপ্নরা হারমানে অকালে মৃত্যু হয়
কপাল পোড়া নাবিক এরই,
প্রতি বারই স্বপ্ন গুলোর
মৃত্যু হয় বেঁচে যায় দুষ্কৃতিকারী।
আইনের ফাক দিয়ে ওরা
বারবারই বেরিয়ে যায়,
কপাল পোড়া নাবিকের
মা বাবা কান্দে হয়ে অসহায়।
জাহাজের মালিক ডোবা
জাহাজ উঠায় খতিপুরনোও পায়,
আর দুই চারদিন পরেই
সবাই সবকিছু ভুলে যায়।
কারো আর জানার ইচ্ছা হয়না
কেমন আছে সন্তান হারানো
অসহায় নাবিকের মা-বাবায়,
পঞ্চাশ হাজার বা এক লক্ষ টাকা
দিয়ে ওরা কিভাবে সংসার চালায়।
মন্তব্য