আকিজ লজিস্টিক 23 এর ধাক্কায় ডুবে যাওয়া এম ভি হাসান সানজির লাইটার জাহাজ মৃত্যু নাবিকদের লাশ উদ্ধার প্রক্রিয়া চলছে
এখন পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী তিনজনের মরা দেহ উদ্ধার করা হয়েছে । এখন পর্যন্ত মাস্টারের সন্ধান মিলেনি উদ্ধার তৎপরতা চলছে এটা একটা করুন ট্রেজিটি শত কষ্টের মাঝে হলেও নিয়তিকে বরণ করে নিতেই হবে আমি গভীরভাবে দুঃখ ভরা হৃদয় নিয়ে গভীর সমবেদনা প্রকাশ করছি
প্রত্যেক নাবিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা আরও সতর্ক হয়ে জাহাজ পরিচালনা করি আপনার আমার একটি ভুলের জন্য মুহূর্তে ঘটে যাচ্ছে বড় বড় ধরনের ঘটনা যাহা হৃদয়বিদারক সকলেই আমরা আরো সতর্ক হই আর যেন কোন মায়ের কোল এভাবে খালি না হয়
জাহাজ পরিচালনার ক্ষেত্রে আরও দায়িত্বশীল এবং সচেতন হওয়া প্রয়োজন। যেকোনো জায়গায় জাহাজ চলাচল এবং নোঙ্গর করার ক্ষেত্রে সবাই আরও বেশি সতর্কতার সাথে চলাচল এবং নোঙ্গর করার জন্য বিনীত ভাবে অনুরোধ করবো। বর্তমানে দেখা যাচ্ছে কর্ণফুলী মুখ থেকে জেলেপাড়া পর্যন্ত। সি, বিস,জেলেপাড়া এরিয়াতে অনেকগুলো জাহাজ নোঙ্গর করা অবস্থায় থাকে।এখানে পর্যাপ্ত পরিমান জায়গা থাকা সত্ত্বেও অনেক জাহাজ নোঙ্গর করার ক্ষেত্রে একেবারে ফাঁকা জায়গা দেখে এবং নোঙ্গর করতে করতে শিপ চ্যানেলের কাছাকাছি রিয়ার কাছে গিয়ে জাহাজ নোঙ্গর করে রাখেন। এতে আপে এবং ডাউনে লোড এবং খালি জাহাজগুলো চলাচলে অনেক বিঘ্ন ঘটে এবং প্রায়ই সংঘর্ষের সম্মুখীন হয়। ইদানিং লক্ষ করা যাচ্ছে কিছু বড় আকারের লাইটার জাহাজ শিপ চ্যানেলের পাশে নোঙ্গর করার পর রাতের বেলা সবগুলো লাইট জ্বালিয়ে রাখে যার ফলে রাতের বেলা আপে ডাউনের লাইটার জাহাজগুলো যাওয়া-আসা করার সময় ঐ লাইটের আলোতে দূরে কিছুই দেখা যায় না এতে দুর্ঘটনার ঝুঁকি আরো বাড়তেছে যেকোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।
মন্তব্য