এম,ভি ইয়োলো লাইন (২) জাহাজে লাল-চায়ের জন্য মারামারি হয়, তাও সাংগঠনিক ভাবে বিচারের দ্বারপ্রান্তে,,
এম,ভি,ইয়োলো লাইন ২
জাহাজে লাল-চায়ের জন্য
মারামারি হয়,তাও এর জন্য সাংগঠনিক বিচারের দ্বারপ্রান্তে জাহাজের শ্রমিক গুলো,বিচারকদের বিচারের পর আবার ও মারামারির ঘটনা ঘটেছে গতকাল বাংলা বাজার চট্টগ্রাম, ঘটনায় ড্রাইভার এর চা-খাওয়া নিয়ে মাস্টার এর ২ খালাতো ও চাচাতো ভাই একই জাহাজের সুকানী গিয়ে ড্রাইভার এর গায়ে হাত তোলাকে কেন্দ্রো করে বিশাল বড় সালিশি বৈঠক হয়েছে, বিচারের রায় শোনার পরেও সন্তুষ্টি হতে পারেন নি ড্রাইভারদের পক্ষ শুরু হয় ২য় দফা মারামারি।
এমন দৃশ্য দেখে বিচারক মন্ডলীগন হতাশা প্রকাশ করেন।
মন্তব্য