আজ 28 অক্টোবর সকাল 6 টার দিকে মাওয়ার উদ্দেশে যে জাহাজ গুলি সিলিং করেছিল তার ভেতর,,,,,
আজ 28 অক্টোবর সকাল 6 টার দিকে মাওয়ার উদ্দেশে যে জাহাজ গুলি সিলিং করেছিল তার ভেতর (bosundhora logistic 23) বসুন্ধরা লজিস্টিক ২৩-জাহাজটির সাথে প্রিঞ্চ অব মধুমতী 2-জাহাজের মারাত্মক সংঘর্ষন হয়।(bosundhora logistic 23) বসুন্ধরা লজিস্টিক ২৩ জাহাজটি হটাত প্রিঞ্চ অব মধুমতী 2 জাহাজটির পিছনে মারাত্মক ভাবে ধাক্কা দেয়।
এতে প্রিঞ্চ অব মধুমতী 2 জাহাজটি অনেক ক্ষতিগ্রস্ত হয়।
এখন (bosundhora logistic 23) বসুন্ধরা লজিস্টিক ২৩ কে,
বি-এস-এফ ডাকলে তারা কোন (Riplay) বা উত্তর দিচ্ছে না প্রিঞ্চ অব মধুমতী 2 এর সাথে তারা কোন জোগাজোগ করছে না।
আমরা আসা করছি তারা জেনো দ্রুতো প্রিঞ্চ অব মধুমতীর সাথে জোগাজোগ করেন এবং পরামর্শ করে একটা ফয়সালা প্রদান করেন।
মন্তব্য